Shasti Full Movie Download - Shasti - Riaz - Purnima - Ilias Kanchan - Champa - ATM Shamsuzzaman - শাস্তি

Shasti (2004) - IMDb

মুভিঃ শাস্তি
অভিনয়ঃ রিয়াজ, পূর্ণিমা, চম্পা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ
পরিচালকঃ চাষী নজরুল ইসলাম
জনরাঃ ড্রামা
IMDB Rating: 7.6/10
BS Rating: 9.2/10
 

স্ক্রীনশটঃ











কাহিনীসূত্রঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের অনুকরণে তৈরী করা হয় ছবিটি।

দুখীরাম আর ছিদাম দুই ভাই। তারা একে অপররকে খুব ভালবাসে। একদিন ছিদাম চন্দরা নামে এক মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তার পর থেকে দুখীরামের স্ত্রী আর চন্দরার মধ্যে ঝগড়া লেগেই থাকে। একদিন কাজ শেষে ঘরে এসে বউয়ের সাথে রাগারাগি হলে রাগের মাথায় বউয়ের গলায় কোপ বসিয়ে দেয় দুখীরাম। ভাইকে বাঁচাতে লাশটা গুম করার সিদ্ধান্ত নেয় ছিদাম। কিন্তু সফল হয় না। অন্য একজন লোক এসে পরিস্থিতি বুঝে ফেললে নিজের ভাইকে বাঁচাতে চন্দরার উপর খুনের দায় চাপায় ছিদাম। তাদের মিথ্যাচার দেখে অবাক হয় চন্দরা। এবং শেষে নিজেই খুনের দায় স্বীকার করে মৃতুর দিকে ধেয়ে চলে।

 

মুভি বৃত্তান্তঃ

ছবিটিতে পরিচালক, অভিনেতা-অভিনেত্রী সকলের নিপুণ কর্মের পরিচয় মেলে। খুব সাধারণের মাঝেও যে কিছু অসাধারণ রয়েছে তা এই ছবিটি দেখলে বোঝা যায়। সব দিক দিয়ে ছবিটি একদম পারফেক্ট।

 

ছবির গানসমূহঃ

তুই ছাড়া আমার চোখে (সাবিনা ইয়াসমিন, এন্ড্রুকিশোর)

মইরেছে রে মইরেছে (সাবিনা ইয়াসমিন)

ভালবেসে সখি (সাদি মোহাম্মদ)

ভালবেসে সখি (সাদি মোহাম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা)

আমার যাবার বেলায় ( রেজওয়ানা চৌধুরী বন্যা)

 

ডাউনলোডঃ

 


Post a Comment

Previous Post Next Post