কী যাদু করেছ বলো না লিরিক্স - Ki Jadu Korecho Bolo Na Lyrics



গানঃ কী যাদু করেছ বলো না

শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা

ছায়াছবিঃ আমার প্রাণের প্রিয়া


কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা.
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা.

ঐ চোখে চোখ রেখে, অপলক দেখে দেখে
এ জিবন কেটে যেতে পাড়ে
বলোনা অমন করে, সুখে আমি যাব মরে
তোমারী বুকে বারে বারে
ঐ চোখে চোখ রেখে, অপলক দেখে দেখে
এ জিবন কেটে যেতে পাড়ে
বলোনা অমন করে, সুখে আমি যাব মরে
তোমারী বুকে বারে বারে
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা.
ঘরে আর থাকা যে হলোনা.

ওওও অন্তরে অন্তরে শতো সাধনার পরে
দুটি মন মিলে গেছে এসে
বুঝিনা সাধনা আমি, এ জীবন হবে দামি
তোমাকেই ভালো বেসে বেসে
অন্তরে অন্তরে শতো সাধনার পরে
দুটি মন মিলে গেছে এসে
বুঝিনা সাধনা আমি, এ জীবন হবে দামি
তোমাকেই ভালো বেসে বেসে
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা.

কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা.
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা

Post a Comment

Previous Post Next Post