তুমি আমায় করতে সুখী জীবনে লিরিক্স - Tumi Amay Korte Sukhi Jibone Lyrics



গানঃ তুমি আমায় করতে সুখী জীবনে

শিল্পীঃ কুমার শানু ও মিতালি মুখার্জী

কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ তোমাকে চাই



তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না কি সুখ তুমি পেলে
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি
আমি পেয়েছি আলো
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে

তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানিনা কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি যে ঢেউ এলে
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে

দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই যে ভালোবাসার
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না কি সুখ তুমি পেলে

Post a Comment

Previous Post Next Post