Shuva Full Movie Download - Shuva - Shakib Khan - Purnima - Chashi Nazrul Islam - সুভা

Shuva (film) - Wikipedia

মুভিঃ সুভা
অভিনয়ঃ শাকিব খান, পূর্ণিমা, চাষী নজরুল ইসলাম প্রমুখ
পরিচালকঃ চাষী নজরুল ইসলাম
জনরাঃ রোমান্টিক, ড্রামা
IMDB Rating: 8.1/10
BS Rating: 9.3/10
 
স্ক্রীনশটঃ

 Shuva (Bangla Full Movie) Shakib Khan HDRip 400MB | BDMusicone.com











কাহিনীসূত্রঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের সুভাসিনী গল্পের অনুকরণে তৈরী করা হয় ছবিটি।

সুভাসিনীকে গ্রামে সবাই সুভা বলেই ডাকে। সুভাসিনী হলো যে মিষ্টি স্বরে কথা বলে। তার বড় দুই বোন সুহাসিনী ও সুকেশিনীর নামের সাথে মিলিয়ে তার নাম রাখা হয় সুভাসিনী। কিন্তু সুভা জন্ম থেকে কথা বলতে ও শুনতে পারে না। বোবা ও কালা হওয়ায় সমবয়সীদের সাথে সে খেলা করতে গেলে তারা তাকে টিটকারি দেয়। সে তাদের খেলা পণ্ড করে দিয়ে চলে আসে। সমবয়সী মেয়েদের সাথে খেলতে না পারলেও তার সখ্যতা গড়ে ওঠে গ্রামের যুবক প্রতাপের সাথে। প্রতাপ ও সুভা একে অপরকে বুঝে এবং ভালবাসতে শুরু করে। প্রতাপ সুভার বাবাকে তাদের বিয়ের কথা বলে। সুভার বাবা বাণীকণ্ঠ প্রতাপের বাবা গোবিন্দের কাছে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু গোবিন্দ তা ফিরিয়ে দেয় এবং তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়।

 

মুভি বৃত্তান্তঃ

ছবিটিতে পরিচালক, অভিনেতা-অভিনেত্রী সকলের নিপুণ কর্মের পরিচয় মেলে। খুব সাধারণের মাঝেও যে কিছু অসাধারণ রয়েছে তা এই ছবিটি দেখলে বোঝা যায়। সব দিক দিয়ে ছবিটি একদম পারফেক্ট।

 

ছবির গানসমূহঃ

চাঁদের হাসি তে বাধ ভেঙ্গে যাবে

তুমি কেমন করে

 

ডাউনলোডঃ

 


Post a Comment

Previous Post Next Post