Shikari Full Movie Download - Shikari - Shakib Khan - Srabonti - শিকারী

Shikari (2016) - IMDb

মুভিঃ শিকারী
অভিনয়ঃ শাকিব খান, শ্রাবন্তী, খরাজ মুখার্জী
পরিচালকঃ জয়দীপ মুখার্জী
জনরাঃ ড্রামা, একশন
IMDB Rating: 6.7/10
BS Rating: 8/10
 
স্ক্রীনশটঃ
Shikari শিকারী full HD Movie 2017 Shakib Khan Srabonti | Movies 2016,  Download free movies online, Hd movies download










কাহিনীসূত্রঃ

ভারতের সন্ত্রাসী গ্রুপ একজন জজ কে মারার জন্য দক্ষ শিকারী খুঁজে। এবং তারা এর জন্য এক বিখ্যাত খুনীকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে। তবে প্রথমবারেই সে ব্যর্থ হয়। পরে সে ছদ্মবেশে ঐ জজের বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করার জন্য। উল্লেখ্য বিগত কয়েক বছরে অসংখ্য শিশু অপহরণের তদন্তের দায়ভার নিয়েছিল উক্ত জজ। সে সফল হলে সন্ত্রাসীদের সবার বারোটা বেজে যাবে এই ভয়েই তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। আর দক্ষ শিকারী রাঘব বা হৃদয়হরণও কখনও শিকারে ব্যর্থ হয় নি।

 

মুভি বৃত্তান্তঃ

শিকারী ২০১৬ সালের বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। শিকারী বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যবসাসফল সিনেমার একটি। ছবিটি একটি পশ্চিমা ছবির রিমেক হলেও এর অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক অত্যান্ত নিপুনভাবেই তাদের কাজ করেছেন। ছবিটিতে কমেডি, রোমান্স কোনদিকেই কমতি ছিল না।

 

ছবির গানসমূহঃ

মম চিত্তে (আরজিৎ সিং, মধুরা ভট্টাচার্য)

মম চিত্তে (আরজিৎ সিং)

উঠ ছুরি তোর বিয়ে হবে (নাকাশ আজিজ, মধুবন্তি বাগচী)

আর কোন কথা না বলে (আরজিৎ সিং, মধুবন্তি বাগচি)

হারাবো তোকে (শান)

 

ডাউনলোডঃ

SHIKARI on MLSBD

SHIKARI on Bioscope Prime

SHIKARI on BongoBD

Post a Comment

Previous Post Next Post