কবিত - অভাগিনী আমি
কলমে - তুষার কান্তি হীরা
অভাগিনী নারী আমি
পথে বসে থাকি,
স্বামী গেছে বিদেশেতে
আমায় ঘরে রাখি।
শাশুড়িমা বড়ো নির্দয়
তাড়িয়েছে মেরে,
বিদেশ থেকে স্বামী আমার
যত দিন না ফেরে।
থাকতে হবে মায়ের কাছে
বাবা গেছে মারা,
ভরণ পোষণ যোগাতে মা
হয়ে যাচ্ছে সারা।
স্বামী আমার নেয় না খবর
কষ্টে দিন মোর কাটে,
নির্জনেতে কাঁদি বসে
দুঃখে পথে ঘাটে।
চিন্তায় চিন্তায় হচ্ছি সারা
ঘুম আসেনা রাতে,
সংসার করতে পারব কিনা
আমি স্বামীর সাথে।
মনের মাঝে কষ্টের পাহাড়
নিয়ে কপালে দুখ,
অভাগিনীর ভাগ্যে বিধি
একটু লেখেনি সুখ?
"সমাপ্ত"