কবিতাঃ রমজান
কলমেঃ মোঃআলতাফ হোসেন
ঐ দেখ সেই চাঁদ উঠেছে
মাহে রমজান।
আত্ম শুদ্ধির বার্তা নিয়ে
এবার পরিত্রাণ।।
খালি পেটে সারাদিন
খোদার স্মরণে।
আত্মশুদ্ধি করবে মুমিন
সিয়াম সাধনে।।
রহমত,মাগফিরাত আর
নাজাত চাইবে সবে।
আল্লাহপাকের ওয়াদা আছে
এই তিনই পাবে।।
সাধন সিদ্ধির ত্রিশটা দিন
বিশ্ব মুসলমানে।
নিশ্বাসে-বিশ্বাসে
কাঁদবে পরিত্রাণে।।
রমজানে রোজাদারের
চর্বি কমে যায়।
স্বাস্থ্য রক্ষার মহা উপায়
রোজায় দেখা যায়।।
মাহে রমজান আল্লাহপাকের
মহা অবদান।
রোজার প্রতিদান তিনি
নিজ হাতে দেন।।
রমজানে হুকুম খোদার
যাকাত-ফেতরা।
উপকার পায় তাতে
গরীব-দুখিরা।।
রমজানের বহু কল্যাণ
কোরআন-হাদিসে ।
নবীর নামে দরূদ পড়তে
ভুলে যেওনা শেষে।।