শাওন রাতে যদি স্মরণে আসে মোরে লিরিক্স - Shaon Rate Jodi Sorone Ase More Lyrics


গানঃ শাওন রাতে যদি

শিল্পীঃ মান্না দে

কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম



শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।

ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম।

আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।

ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে

বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাঁখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে।

বিজলী দ্বীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।

Post a Comment

Previous Post Next Post