যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায় - Jodi Mon Kade Tumi Chole Eso Ek Boroshay


গানঃ যদি মন কাঁদে তুমি চলে এসো

শিল্পীঃ মেহের আফরোজ শাওন

অ্যালবামঃ চল বৃষ্টিতে ভিজি

সুরকারঃ এস আই টুটুল

গীতিকারঃ হুমায়ুন আহমেদ

বছরঃ ২০০৯



যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….

Post a Comment

Previous Post Next Post