অচেনা শহরে লিরিক্স - Ochena Sohore Lyrics


গানঃ অচেনা শহরে

ব্যান্ডঃ উইনিং

এ্যলবামঃ অচেনা শহরে



এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে

এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই ঘুড়ির সাথে
যাবে কোন অচেনা শহরে

কোন এক অচেনা শহরে
ঘুম ভাঙে
সোনালী আলোর রথে
ভেসে আসে সুদূরের ডাক

কোন এক অশান্ত বাতাসে
ডানা মেলে
অপূর্ন স্মৃতির দেয়ালে
বাঁধা পায় জীবনের সুর

উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো

কোন এক অজানা পাহাড়ে
দিন শেষে
ধুসর জীবনের বিবর্তনে
খুঁজে পাই পথেরই শেষ

কোন এক অনন্ত আকাশে
দেখি চেয়ে
হাজার তারার ভীড়ে
মিশে গেছে জীবনের গান

উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো

Post a Comment

Previous Post Next Post