মন ঘুড়ি লিরিক্স - Mon Ghuri Lyrics


শিরোনামঃ মন ঘুড়ি

কন্ঠঃ বাপ্পা মজুমদার

কথাঃ তানবীর সাজিব

সুরঃ বাপ্পা মজুমদার

অ্যালবামঃ অকারণ



মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি
মন হয়েছে চুরি
হাজার মনে, মন আকাশে একটা মন ঘুড়ি
একটা মন ঘুড়ি
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ও নেশাতে মনের ঘুড়ি উড়াল দেয় আকাশ জুড়ি
তোমায় আমি মায়াজালে
বাধো ভালোবেসে(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ভালোবাসাই শুধু জানে, জানে নিতে স্বপ্ন পাড়ি
ছুঁয়ে দিতে এক নিমেষে
সেই সে মন ঘুড়ি(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

Post a Comment

Previous Post Next Post