কাছে তুমি বুঝিনি তুমি কার - শেষ দেখা লিরিক্স - Sesh Dekha Lyrics - Topu


গানঃ শেষ দেখা

কন্ঠঃ তপু

কথাঃ তপু

সুরঃ সুমন ও রাফা

অ্যালবামঃ সে কে



কাছে তুমি বুঝিনি কো তুমি কার
আজ তুমি নেই
যাই করি যেদিকে যা দেখতে পাই
সবকিছুই তুমিময়।

ভুল আমারই আমি বুঝিনি
হারিয়ে খুঁজি তোমায়

শেষ দেখায় মাথা নত বলেছো
ভাল কি আমায় বাসো
জবাবে আমি
না বুঝেই বলেছি – ভাল থেকো।

যা দেবার আমি দিতে পারিনি
জমা আছে তা
যে কথা আজও বলা হয়নি
বলতে নেই দ্বিধা

Post a Comment

Previous Post Next Post