গানঃ শেষ দেখা
কন্ঠঃ তপু
কথাঃ তপু
সুরঃ সুমন ও রাফা
অ্যালবামঃ সে কে
কাছে তুমি বুঝিনি কো তুমি কার
আজ তুমি নেই
যাই করি যেদিকে যা দেখতে পাই
সবকিছুই তুমিময়।
ভুল আমারই আমি বুঝিনি
হারিয়ে খুঁজি তোমায়
শেষ দেখায় মাথা নত বলেছো
ভাল কি আমায় বাসো
জবাবে আমি
না বুঝেই বলেছি – ভাল থেকো।
যা দেবার আমি দিতে পারিনি
জমা আছে তা
যে কথা আজও বলা হয়নি
বলতে নেই দ্বিধা
Tags:
ব্যান্ড