কী চাও তুমি লিরিক্স - তপু - Ki Chao Tumi Lyrics


শিরোনামঃ কি চাও তুমি

কন্ঠঃ তপু

কথাঃ তপু

সুরঃ তপু

অ্যালবামঃ বন্ধু ভাবো কি



চাইছো না কেন? বল কি চাও তুমি?
পৃথিবীটা জুরে মোর কারবার
যা ইচ্ছেতা, এই মন চায় যা
একবার চাইলে পাবে বারবার।

এ জীবনে হয়তো পারবো না জানি
যা বলেছি দেবো ঠিকই
আমরা যখন, স্বর্গবাসী

তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে
যদি দেরি হয়ে যায়, একটু থেমো স্বর্গ দুয়ারে

চাও যদি নদী দেব সাগরের জল, অবিরাম বৃষ্টি উত্তাল ঝড়
চাও কুয়াশা দেব বরফের ঢল, কনকনে শীত আঁচল সম্বল

তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে
যদি দেরি হয়ে যায়, একটু থেমো স্বর্গ দুয়ারে

যাচ্ছোনা বাইরে আজ অনেক রোদ
মেঘে ঢেকে দেব তা যা ইচ্ছে হোক
কাঁদছো তুমি ভিজে ওঠে দুই চোখ
মুছে দেব নিমিষে ভুলে যাবে শোক

চাও যদি আমাকে তুমি একবার
পাবে রাত্রি দুপুর আলো বা আঁধার
চাও যদি শুনতে এ গান আবার
এবারই প্রথম এটাই শেষবার
শুনে নাও তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে
যদি দেরি হয়ে যায়, একটু থেমো স্বর্গ দুয়ারে

চাইছো না কেন? বল কি চাও তুমি?
পৃথিবীটা জুরে মোর কারবার
যা ইচ্ছেতা, এই মন চায় যা
একবার চাইলে পাবে বারবার।

এ জীবনে হয়তো পারবো না জানি
যা বলেছি দেবো ঠিকই
আমরা যখন, স্বর্গবাসী

তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে
যদি দেরি হয়ে যায়, একটু থেমো স্বর্গ দুয়ারে

Post a Comment

Previous Post Next Post