আমি ফাইস্যা গেছি লিরিক্স - Ami Faisa Gechi Lyrics


গানঃ ফাইসা গেছি

কথাঃ হায়দার হোসেন

সুরঃ হায়দার হোসেন

কন্ঠঃ হায়দার হোসেন

অ্যালবামঃ ফাইস্যা গেছি



আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

কোন্‌ পাগলে পাইছিল
করছে শখের শাদী।
ক্ষমতার ঝিম-তিম,
ভাবে শাহজাদী (২)
সকাল-বিকাল, রাইত-দুপুর
বউয়ে দেয় ঠেলা।
কয় ‘বউ পুষার মুরাদ নয়
তয় বিয়া করছস কেলা।’
আমি এধার কামাল ওধার করি
সারাদিন ফেচকি মারি।
দিনের বেলায় আরতদারী
রাইতে চোরাকারবারি।
দিন-দুনিয়া সবই গেল
জীবন ভেস্তে যায়।।
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায়

মাইয়া আমার চিজ একখান
যেমুন ফিল্মের নায়িকা,
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে
কয় অফ যা (২)
পোলায় আমার শিক্ষিত
পড়ে দশ কেলাসের উপরে।
হাত খরচা না দিলে
ইংলিশে গাইল পাড়ে।
মনে মনে কই আমি
গাইলের আর হুনছস কি
আমগ গাইল হুনলে পড়ে
খাড়াইব মুরগাদি।
আমি হালায় কুলুর বলদ
ফাইটা জীবন যায়

আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

Post a Comment

Previous Post Next Post