এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স - Ei Prithibir Panthoshalay Lyrics


গানঃ এই পৃথিবীর পান্থশালায়

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

ছায়াছবিঃ যোগ বিযোগ

সুরকারঃ সুবল দাস

গীতিকারঃ আবু হেনা মোস্তফা কামাল



এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেন বাজে আমার প্রান।।

কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।।

এই যোগ বিযোগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।

কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।।

Post a Comment

Previous Post Next Post