কেউ কোনদিন আমারে তো কথা দিল না লিরিক্স - Keu Konodin Amare To Kotha Dilo Na Lyrics



গানঃ কেউ কোনদিন আমারে তো

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

ছায়াছবিঃ সুন্দরী

সুরকারঃ আলাউদ্দিন আলী

গীতিকারঃ আমজাদ হোসেন



কেউ কোনদিন আমারে তো কথা দিল না
বিনিসুতার মালাখানি গাঁথা হলো না

ও… এই জ্বালা যে এমন জ্বালা যায় না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ (তোমার) পুড়ে হবে কালা

ও… লালন মরল জল পিপাসায় থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না।।

ও… ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী
(বলো) তাই বলে কি থেমেছিল কদমতলার বাঁশী

ও… দংশিলে পিরিতের বিষে ওঝা মেলে নারে
সেই মরণ যে সুখের মরণ দেখলাম জনম ভরে।।

Post a Comment

Previous Post Next Post