গানঃ কেউ কোনদিন আমারে তো
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ সুন্দরী
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আমজাদ হোসেন
কেউ কোনদিন আমারে তো কথা দিল না
বিনিসুতার মালাখানি গাঁথা হলো না
ও… এই জ্বালা যে এমন জ্বালা যায় না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ (তোমার) পুড়ে হবে কালা
ও… লালন মরল জল পিপাসায় থাকতে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না।।
ও… ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী
(বলো) তাই বলে কি থেমেছিল কদমতলার বাঁশী
ও… দংশিলে পিরিতের বিষে ওঝা মেলে নারে
সেই মরণ যে সুখের মরণ দেখলাম জনম ভরে।।