ঐ দূর পাহাড়ে লোকালয় ছেড়ে লিরিক্স - Oi Dur Pahare Lokaloy Chere Lyrics



গানঃ ঐ দূর পাহাড়ে

শিল্পীঃ জেমস

কথা ও সুরঃ

অ্যালবামঃ অনন্যা



ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে।।

মেঠো পথে ধুলো মাখা গায়ে
পায়ে পায়ে বুনো ছায়া, কাঁপন জাগায়
ফুলে ফুলে দোলা জাগে, সুখেতে
থেকে থেকে ওঠে, গেয়ে গেয়ে পাখিরা

দীঘির বুকে রোদ মাখা জলে
ধীরে ধীরে কেটে সাঁতার, চলে যাই ওপার
নেচে নেচে ওঠে যেন, স্রোতেরা
মাঝে মাঝে দুরে, যেন বাজে বাঁশিটা।।

Post a Comment

Previous Post Next Post