যদি আর দেখা নাই হয় ওগো বন্ধু - Jodi Ar Dekha Nai Hoy Ogo Bondhu


গানঃ যদি আর দেখা নাই হয়

শিল্পীঃ রুমানা ইসলাম

ছায়াছবিঃ এখনও অনেক রাত

সুরকারঃ খান আতাউর রহমান

গীতিকারঃ খান আতাউর রহমান



যদি আর দেখা নাই হয়
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।

একদিন এই দেশ মুক্ত হবেই আমি জানি
হয়ত সেদিন ওগো তুমি আর ফিরবে না পরে
তোমার আশায় তবু দাঁড়িয়ে রইবো এই আমি
চিরদিন দাঁড়িয়ে থাকবো।।
যদি আর দেখা নাই হয়
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।

যদি ফিরে এসে দেখ এ ভুবনে আমি আর নেই
স্মৃতির জানালা খুলে আকাশে তাকিয়ে দেখ বন্ধু
তাঁরার মালাটি গেথে দাঁড়িয়ে রয়েছি এই আমি
চিরকাল দাঁড়িয়ে থাকবো।।
যদি আর দেখা নাই হয়
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।

Post a Comment

Previous Post Next Post