গানঃ যদি আর দেখা নাই হয়
শিল্পীঃ রুমানা ইসলাম
ছায়াছবিঃ এখনও অনেক রাত
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান
যদি আর দেখা নাই হয়
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।
একদিন এই দেশ মুক্ত হবেই আমি জানি
হয়ত সেদিন ওগো তুমি আর ফিরবে না পরে
তোমার আশায় তবু দাঁড়িয়ে রইবো এই আমি
চিরদিন দাঁড়িয়ে থাকবো।।
যদি আর দেখা নাই হয়
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।
যদি ফিরে এসে দেখ এ ভুবনে আমি আর নেই
স্মৃতির জানালা খুলে আকাশে তাকিয়ে দেখ বন্ধু
তাঁরার মালাটি গেথে দাঁড়িয়ে রয়েছি এই আমি
চিরকাল দাঁড়িয়ে থাকবো।।
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।
যদি ফিরে এসে দেখ এ ভুবনে আমি আর নেই
স্মৃতির জানালা খুলে আকাশে তাকিয়ে দেখ বন্ধু
তাঁরার মালাটি গেথে দাঁড়িয়ে রয়েছি এই আমি
চিরকাল দাঁড়িয়ে থাকবো।।
যদি আর দেখা নাই হয়
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।
ও গো বন্ধু মনে রেখো
অজীবন তোমারই রইবো।।
Tags:
ছায়াছবির গান