বরষার প্রথম দিনে লিরিক্স - Boroshar Prothom Dine Lyrics


গানঃ বরষার প্রথম দিনে

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

ছায়াছবি: দুই দুয়ারী

সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু

গীতিকারঃ হুমায়ূন আহমেদ

বছরঃ ২০০০




বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।

জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছনার আলোয় ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে।।

জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।

ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।

Post a Comment

Previous Post Next Post