গানঃ এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে
শিল্পীঃ জেমস
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
আমার জানালা ভরে ছবি হয়ে দুলছে আকাশ
আমি আর এক ফাঁলি নিশ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস, হয়েছি উদাস
এখনও রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছ আকাশ আমারই মত
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস, হয়েছি উদাস
নির্জন এই রাতে ও চাঁদ প্রিয় চাঁদ
কিছু ঘুম দাওনা আনে আমার দু:চোখে
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস, হয়েছি উদাস।।