এই শহরের কত শোত অট্টালিকার ফাঁকে লিরিক্স - Ei Sohorer Koto Soto Ottalikar Fake Lyrics



গানঃ এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে

শিল্পীঃ জেমস

কথাঃ লতিফুল ইসলাম শিবলী


এই শহরের কত শত অট্টালিকার ফা‍কে
আমার জানালা ভরে ছবি হয়ে দুলছে আকাশ
আমি আর এক ফাঁলি নিশ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস, হয়েছি উদাস

এখনও রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছ আকাশ আমারই মত

আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস, হয়েছি উদাস

নির্জন এই রাতে ও চাঁদ প্রিয় চাঁদ
কিছু ঘুম দাওনা আনে আমার দু:চোখে

আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস, হয়েছি উদাস।।

Post a Comment

Previous Post Next Post