গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে লিরিক্স - Ganer E Khatay Sorolipi Likhe Bolo Ki Hobe Lyrics



গানঃ গানেরই খাতায় স্বরলিপি লিখে

শিল্পীঃ রুনা লায়লা

কথাঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরঃ সুবল দাস

ছায়াছবিঃ স্বরলিপি



গানেরই খাতায় স্বরলিপি লিখে
বলো কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোন দিন যাবে পথে ফেলে।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
গানশুনে ভাল লাগে যারে
এত দেখে চেনো নিকো তারে।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না।

Post a Comment

Previous Post Next Post