ভালবাসা যত বড় জীবন তত বড় নয় লিরিক্স - Bhalobasa Joto Boro Jibon Toto Boro Noy Lyrics



গানঃ ভালবাসা যত বড়

শিল্পীঃ কুমার শানু ও মিতালি মুখার্জী

সুরঃ আলাউদ্দীন আলী

ছায়াছবিঃ চরম আঘাত


ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
বড় দেরী করে দেখা হলো
হলো চেনাজানা,
আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা ।।
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয় ।
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
শুধু কিছুদিন কাছে পেয়ে
ফুরাবে না আশা,
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা ।।
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়।

Post a Comment

Previous Post Next Post