আমার সারা দেহ খেয়ো গো মাটি - Amar Sara Deho Kheyo Go Mati Lyrics



গানঃ আমার সারাদেহ খেয়ো গো মাটি
শিল্পীঃ এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ

নয়নের আলো
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
বছরঃ ১৯৮৫


আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে

Post a Comment

Previous Post Next Post