গানঃ জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি : এখনই সময়
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ ১৯৮০
জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা
সে কথা সহজে কেউ মানতে চায় না
চোখ মেলে যে দেখে না কাঁচের দেয়াল ভাঙ্গে না
কত কঠিন পৃথিবী সে বুঝতে পারে না
সময়ের সাথে সবাই হার মেনে যায়
আঘাতে আঘাতে ব্যথ অসাচে স্বপ্ন হারায়।
পথে যে নামে না প্রতিবাদ করে না
অনিয়মের নিয়ম সে তো ভাংতে পারে না, ভাংতে পারে না
মানুষের ভীড়ে মানুষ চায় শুধু ঠাই
এখানে ওখানে বাঁচার প্রয়োজনে চলছে লড়াই।
চোখের জলে কে ভাসে প্রান খুলে কে হাসে
সে খবর কেউ নেয় না।।