জানিনা কেন পৃথিবী আমার
লাগে এত অসহায়
আঁধারের জলে ভাসে জীবন
সব আলো নিভে যায়।
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
রোজ মাঝরাতে, খোঁজে ভাবনাতে
পাই তোমায়,
ভোর ঘুম ভাঙ্গে, ঘোর চোখ রাঙ্গে
নেই তুমি হায়।
ডুব হাতছানি, চুপ মুখখানি
যায় খুঁজে,
দূর কোনখানে, সুর মন টানে
হলো কিযে..
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
নীল সীমানায়, মিলে দুজনায়
হয় যেনো,
হই ঘরছাড়া, রই পথহারা
বলো কেনো?
এই বুকজুড়ে, ওই সুখপোড়ে
বারেবার,
দাগ থেকে যায়, রাগ ঢেকে যায়,
স্মৃতি তোমার।
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
গানঃ আমি নেই আমাতে
শিল্পীঃ ইমরান মাহমুদুল ও বৃষ্টি
কথাঃ রবিউল ইসলাম জীবন
Tags:
বাংলা গানের লিরিক্স