তুমি হাজার ফুলের মাঝে,
একটি গোলাপ,
তুমি হাজার তারার মাঝে,
একটি যে চাঁদ,
তুমি যে আমারি,
তোমারি তোমারি তোমারি।।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
অন্তরে তুমি এমনি ভালোবাসা
এরি নাম সাধ এরি নাম আশা
ও ও ও অন্তরে তুমি এমনি ভালোবাসা
এরি নাম সাধ এরি নাম আশা।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
জীবনের চেয়ে কিছুই নাই দামি
সে জীবন তোমায় দিলাম আজ আমি
ও ও ও জীবনের চেয়ে কিছুই নাই দামি
সে জীবন তোমায় দিলাম আজ আমি।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
তুমি যে আমারি
তোমারি তোমারি তোমারি
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
গানঃ তুমি হাজার ফুলের মাঝে
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ মন মানে না
Tags:
বাংলা গানের লিরিক্স