গানঃ তুমি তোমার মতো
শিল্পীঃ মিনার রহমান
কথা ও সুরঃ মিনার রহমান
কোন এক রুপালি দুপুরে,
তোমার সাথে দেখা,
কেন তা বুঝেও বুঝি না?
জানালার কাচে থমকে থাকে
অবুঝ কিছু কথা,
যেন তা শুনেও শুনছো না। - [ ২ বার ]
আমি তোমায় খুঁজে বেড়াই,
ঘুরে ঘুরে হারাই,
তুমি অবাক চোখে
তাকিয়ে কাকে দেখো,
ঘুম ভাঙা শহরে অচেনা প্রহরে।
উদাসী এক বিকেলে,
নিজেকে ছাড়িয়ে,
আমি তোমায় নিয়ে
কোথায় যাবো জানি না।
হা হা হারিয়ে,
অথবা পালিয়ে।
তুমি তোমার মতো,
আমি নিজেরই মতো।
পাওয়া না চাওয়াতে,
চাওয়া না পাওয়ারই ঠিকানা,
মুছে গিয়েছে সব সীমানা।
বিবাগি বাতাসে
উড়ছে ভালোবাসা,
তুমি তা দেখছো কি দেখছো না।
আমি তোমায় খুঁজে বেড়াই,
ঘুরে ঘুরে হারাই,
তুমি অবাক চোখে
তাকিয়ে কাকে দেখো,
ঘুম ভাঙা শহরে অচেনা প্রহরে।
উদাসী এক বিকেলে,
নিজেকে ছাড়িয়ে,
আমি তোমায় নিয়ে
কোথায় যাবো জানি না।
হা হা হারিয়ে,
অথবা পালিয়ে।
তুমি তোমার মতো -
আমি নিজেরই মতো।
তুমি তোমার মতো -
আমি নিজেরই মতো।
Tags:
মিনার রহমান