আমি তোমার গল্প হব লিরিক্স - Ami Tomar Golpo Hobo Lyrics



গানঃ আমি তোমার গল্প হব

শিল্পীঃ মিনার রহমান

কথা ও সুরঃ মিনার রহমান



আমি নিজেকে আজ হারিয়ে কোথায় আছি ?
এই শহরে কেন মিছে এই কান্নাকাটি ?
তুমি যেথা যাও , সেথায় চেয়ে থাকি ,
আমি তোমার সঙ্গে যাবো .... ।
তুমি নীরবে, একা দাঁড়িয়ে কাকে ভাবো?
দূরে আকাশটা যেন চাইছে তাকেই ডাকো।
তাই যেথা যাও , সেথায় ছুঁটে চলি।

আমি তোমার গল্প হবো ,
আমি জানি না, কেন জানি না,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা।
আমি পারি না , আর তো পারি না ,
ভুলে থাকতে তোমায় একা...
আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা .....।
ধুলো পড়া এই পথটায় হেটে চলা ,
কত কি আছে , তার কিছুই হয়নি বলা ...
তুমি যেথা যাও , সেথায় চেয়ে থাকি ,
আমি তোমার সঙ্গে যাবো .... ।
তবে হবে কি , ওই দূরের দূরের তাঁরা,
চলো দু'জনে , দেখি জোছনার ঘরে ফেরা ...
তাই যেথা যাও, সেথায় ছুঁটে চলি ,
আমি তোমার গল্প হবো ... ....।

আমি জানি না, কেন জানি না ,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা...
আমি পারি না , আর তো পারি না ,
ভুলে থাকতে তোমায় একা...।
আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা ।
আমি জানি না, কেন জানি না ,
কোন সে মায়াতে পড়ছি বাঁধা...
আমি পারি না , আর তো পারি না ,
ভুলে থাকতে তোমায় একা... ।
আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা ।
আমি জানি না, বুঝি না , যায় কি , ভালোবাসা ।

Post a Comment

Previous Post Next Post