গানঃ একা দিন
শিল্পীঃ মিনার রহমান
কথাঃ প্রসেন
ছায়াছবিঃ ফিদা
একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো। - [২]
তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায় ?
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায় !
একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো।
যতবার আমি তোর ভাষাতে বলছি কথা,
ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা।
যতবার আমি তোর ভাষাতে বলছি কথা,
ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা।
একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো।
জানিনা ! তোর ঘুম আসে কি রাত্রি হলে?
আমিও,সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে।
জানিনা ! তোর ঘুম আসে কি রাত্রি হলে?
আমিও,সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে।
তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায় ?
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায় !
একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো।