একা দিন লিরিক্স - মিনার রহমান - Eka Din Lyrics - Minar Rahman



গানঃ একা দিন

শিল্পীঃ মিনার রহমান

কথাঃ প্রসেন

ছায়াছবিঃ ফিদা



একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো। - [২]
তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায় ?
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায় !
একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো।

যতবার আমি তোর ভাষাতে বলছি কথা,
ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা।
যতবার আমি তোর ভাষাতে বলছি কথা,
ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা।
একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো।

জানিনা ! তোর ঘুম আসে কি রাত্রি হলে?
আমিও,সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে।
জানিনা ! তোর ঘুম আসে কি রাত্রি হলে?
আমিও,সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে।
তোর নাম না জানা অভিমানে
কত দূরে ভাসা যায় ?
আমি চাইছি তবু পারছি না তো
থামাতে আমায় !
একা দিন - ফাঁকা রাত,
নিভেছে আলো !
তুই নেই - কেউ নেই,
লাগছে না ভালো।

Post a Comment

Previous Post Next Post