তুমি বিনে আকুল পরান লিরিক্স - Tumi Bine Akul Poran Lyrics



গানঃ তুমি বিনে আকুল পরাণ

শিল্পীঃ কাজী শুভ

কথা ও সুরঃ শাহ আবদুল করিম



“তুমি বিনে আকুল পরান
থাকতে চায়ে না ঘরে রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে”(২)
আমি এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে.................।।

“সাগরে ভাসাইয়া কূল মান
তোমারে সপিয়া দিলাম
আমার দেহ মন প্রান” (২)
সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণ পরে রে...........
সোনা বন্ধু ভুইলনা আমারে রে.................।।

“আমারে ছাড়িয়া যদি যাও
প্রতিজ্ঞা করিয়া বল
তুমি আমার মাথা খাও” (২)
তুমি যদি আমায় কান্দাও
তোমার কান্দন পরে রে..........
সোনা বন্ধু ভুইলনা আমারে রে.................।।

“কুলমান গেলে ক্ষতি নাই আমার,
তুমি বিনে প্রান বাচেনা
কি করিব আর”(২)
তোমার প্রেমও সাগরে
প্রেম সাগরে তোমার
করিম যেন ডুবে মরে রে......
সোনা বন্ধু ভুইলনা আমারে রে.................।।

Post a Comment

Previous Post Next Post