বন্ধুরে কই পাব সখি গো লিরিক্স - Bondhure Koi Pabo Sokhi Go Lyrics



গানঃ বন্ধু বিনে পাগল মনে

শিল্পীঃ বাউল সুকুমার

কথা ও সুরঃ শাহ আবদুল করিম



বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে
পাগল মনে বুঝাইলে বুঝেনা

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি দিলাম ষোল আনা
আমার প্রাণ-পাখি
উড়ে যেতে চায়
আর ধৈর্য মানে না
আমার বন্ধু বিনে
পাগল মনে বুঝাইলে বুঝেনা

কী আগুন জ্বালাইলো বন্ধে গো
সখি নিভাইলে নিভে না
জল ঢালিলে
দ্বিগুণ জ্বলে
উপায় কি বলো না?
আমার বন্ধু বিনে
পাগল মনে বুঝাইলে বুঝেনা

বাউল আব্দুল করিম বলে সখি
অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ
না দেখলে বাঁচিনা

বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে
পাগল মনে বুঝাইলে বুঝেনা

Post a Comment

Previous Post Next Post