সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে লিরিক্স - Sedin Chader Alo Cheyechilo Jante Lyrics


গানঃ সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে

শিল্পীঃ অখিলবন্ধু ঘোষ, ইন্দ্রানী সেন

সুরকারঃ অখিলবন্ধু ঘোষ

গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়



সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে
ওর চেয়ে সুন্দর কেউ আছে কী
আমি তোমার কথা বলেছি।
রূপসী বিজলী লতা পারেনি তা মানতে।
বলেছিল এ চমক কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
তাঁরার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে।
বলেছিল করুনায় হেসে
এতো খুশি ছড়ায়ে কী অসীমের প্রান্তে
এতো হাসি কোনদিন কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
এ শুধু বলার ভুল
কানাকানি করেছিল কাকলি
আমি শুধু বলে গেছি
মেনে নাও তোমাদের যা বলি।
ফাগুনকুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে
বলেছিল উপাহাস করে
কে পেরেছে এতো রঙ এ জীবনে আনতে
এতো রূপ কোনদিন কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।
রূপসী বিজলী লতা পারেনি তা মানতে।
বলেছিল এ চমক কারো আছে কী
আমি তোমার কথা বলেছি।।

Post a Comment

Previous Post Next Post