গানঃ তুই যদি আমার হইতি রে
শিল্পীঃ মনির খান
ছায়াছবিঃ তুই যদি আমার হইতিরে
আমি হইতাম তোর।
বুকেতে জড়াইয়া তোরে
করিতাম আদর ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
তুই যদি আমার হইতি রে।।
টাকা পয়সা জমিদারি
সবই দিমু তোরে।
সোনার ও পালঙ্কে শুইয়া
থাকবি আমার ঘরে।
তুই হবি মমতাজ আর
আমি শাহজাহান,
ফাকি দিয়া গেলে বন্ধু
দিমু এই পরান ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
রাখমু তোরে সারা জনম
দুই চোখেতে ধরে।
দিমু না দিমু না তোরে
ছাড়িয়া যাইতে।
ভালবাইসা আদর দিয়া
বসাইমু অন্তরে।
পিরিতেরই ঘর বান্ধিয়া
থাকমু জনম ভরে রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
তুই যদি আমার হইতি রে।।
টাকা পয়সা জমিদারি
সবই দিমু তোরে।
সোনার ও পালঙ্কে শুইয়া
থাকবি আমার ঘরে।
তুই হবি মমতাজ আর
আমি শাহজাহান,
ফাকি দিয়া গেলে বন্ধু
দিমু এই পরান ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
তুই যদি আমার হইতি রে।।
রাখমু তোরে সারা জনম
দুই চোখেতে ধরে।
দিমু না দিমু না তোরে
ছাড়িয়া যাইতে।
ভালবাইসা আদর দিয়া
বসাইমু অন্তরে।
পিরিতেরই ঘর বান্ধিয়া
থাকমু জনম ভরে রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
তুই যদি আমার হইতি রে।।
তুই যদি আমার হইতি রে সুন্দরী
আমি হইতাম তোর।
বুকেতে জড়াইয়া তোরে
করিতাম আদর ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
আমি হইতাম তোর।
বুকেতে জড়াইয়া তোরে
করিতাম আদর ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
তুই যদি আমার হইতি রে।।