কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু - Keno Piriti Baraila Re Bondhu Lyrics



গানঃ কেন পিরিরতি বাড়াইলা রে বন্ধু

শিল্পীঃ অর্ণব

কথা ও সুরঃ শাহ আবদুল করিম


কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
ক্যামনে রাখিব তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।

পাড়াপড়শি বাদি আমার
বাদি কালনো নদী।
মরম জ্বালা সইতে নাড়ি
দিবানিশি কাঁদি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।

কারে কি বলিব আমি
নিজেই অপরাধী।
কেঁদে কেঁদে চোখের জলে
পাইলাম নদী রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।

পাগল আব্দুল করিম বলে
হল এ কি ব্যাধি।
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদ।।

কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
ক্যামনে রাখিব তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।

Post a Comment

Previous Post Next Post