গানঃ কেন পিরিরতি বাড়াইলা রে বন্ধু
শিল্পীঃ অর্ণব
কথা ও সুরঃ শাহ আবদুল করিম
ছেড়ে যাইবা যদি।
ক্যামনে রাখিব তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।
পাড়াপড়শি বাদি আমার
বাদি কালনো নদী।
মরম জ্বালা সইতে নাড়ি
দিবানিশি কাঁদি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।
কারে কি বলিব আমি
নিজেই অপরাধী।
কেঁদে কেঁদে চোখের জলে
পাইলাম নদী রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।
পাগল আব্দুল করিম বলে
হল এ কি ব্যাধি।
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদ।।
হল এ কি ব্যাধি।
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদ।।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
ক্যামনে রাখিব তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।
ছেড়ে যাইবা যদি।
ক্যামনে রাখিব তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু।
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বারাইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।।