যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় - Je Prem Sorgo Theke Ese Lyrics



গানঃ যে প্রেম স্বর্গ থেকে এসে

শিল্পীঃ খালিদ হাসান মিলু ও কনক চাঁপা

কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ প্রাণের চেয়ে প্রিয়


যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
সেই প্রেম আমাকে দিও।
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

তুমি আর আমি আর কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সুখ আমাকে দিও।।
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

চাই না কিছুই তো জীবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার
এ জীবন করেছ কত যে মধুর
হৃদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
সেই প্রেম আমাকে দিও।
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

Post a Comment

Previous Post Next Post