গানঃ তা জানি না
শিল্পীঃ মিনার রহমান
কথা ও সুরঃ মিনার রহমান
তুমি আমি একসাথে রোদে মাখা বৃষ্টি দেখেছি ,
উড়ে চলা গাঙচিলে শতশত স্বপ্ন এঁকেছি ।
পরে থাকা নীল খামে
আকাশকে চিঠি লিখেছি ।
ধুলো পরা রাজপথে ঘুরে ঘুরে
সাক্ষী রেখেছি ।
ঘুনে ধরা ডাইরিতে
কত কত কাব্য লিখেছি ,
মুঠো মুঠো উল্লাসে
স্মৃতি জুড়ে গল্প কিনেছি ।
কিনেছি ...।
আমার চোখ জুড়ে যা দেখছো তা
নয় কোন ছলনা ,
তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা
বুঝেও বুঝি না ।
তুমি আমি একাসাথে
ভুলে ভরা জ্যোৎস্না দেখেছি
অভিমানী ক্যানভাসে
অভিমানী ক্যানভাসে
মুছে যাওয়া কান্না এঁকেছি ।
মিছে মিছে ঘুম হয়ে
জেগে থাকার গল্প লিখেছি ।
লিখেছি ... ।
আমার মন বলে আমি বলছি না ,
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না ,
কেন ভুল করেও ভালো বাসছি না ,
তা জানি না ... তা জানি না ।
আমার চোখ জুড়ে যা দেখছো তা
নয় কোন ছলনা ,
তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা
বুঝেও বুঝি না ।
আমি উড়ে উড়ে কোন খানে যাবো
জানিনা ...
জানি ডাকবেই আবার
তোমার ঠিকানায় ।
আমার মন বলে আমি বলছি না ,
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না ,
কেন ভুল করেও ভালো বাসছি না ,
তা জানি না ... তা জানি না । - [ ২ বার ]
মিছে মিছে ঘুম হয়ে
জেগে থাকার গল্প লিখেছি ।
লিখেছি ... ।
আমার মন বলে আমি বলছি না ,
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না ,
কেন ভুল করেও ভালো বাসছি না ,
তা জানি না ... তা জানি না ।
আমার চোখ জুড়ে যা দেখছো তা
নয় কোন ছলনা ,
তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা
বুঝেও বুঝি না ।
আমি উড়ে উড়ে কোন খানে যাবো
জানিনা ...
জানি ডাকবেই আবার
তোমার ঠিকানায় ।
আমার মন বলে আমি বলছি না ,
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না ,
কেন ভুল করেও ভালো বাসছি না ,
তা জানি না ... তা জানি না । - [ ২ বার ]
Tags:
মিনার রহমান