যেদিন বন্ধু চলে যাব লিরিক্স - Jedin Bondhu Chole Jabo Lyrics



গানঃ যেদিন বন্ধু চলে যাব

শিল্পীঃ জেমস



যেদিন বন্ধু চলে যাব
চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়
ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধু তোমাদের

চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধু তোমাদের

ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধু তোমাদের

যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধু তোমাদের

Post a Comment

Previous Post Next Post