পাখিরে তুই দূরে থাকলে লিরিক্স - Pakhi Re Tui Dure Thakle Lyrics


গানঃ পাখিরে তুই

শিল্পীঃ সুবীর নন্দী

সুরকারঃ আমীর আলী

গীতিকারঃ খান আতাউর রহমান



পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকূল হয়ে
মরে যেতে চায়
পাখিরে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখিরে তুই. . .
পাখিরে তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে
মনে মনে তোমায় ডাকি সারাবেলা
তা কি জানো না
যদি কোনদিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
একা একা রব নিরালায়
পাখিরে তুই কবে আমার
আপন হবি কিছুই জানি না

Post a Comment

Previous Post Next Post