হেসে খেলে জীবনটা যদি চলে যায় - Hese Khele Jibonta Jodi Chole Jay



গানঃ হেসে খেলে জীবনটা যদি চলে যায়

শিল্পীঃ মোহাম্মদ আলী সিদ্দিকী

ছায়াছবিঃ নীল আকাশের নিচে

সুরকারঃ সত্য সাহা

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার



হেসে খেলে জীবনটা যদি চলে যায়।
ভাবনা কি আর তাতে ক্ষতি বল কার।
সেই যে ভাল মন যাহা চায়।।
এই যে দুনিয়া চিড়িয়াখানা কে রাখে তার খোজ
আজগুবি সব কান্ড কত এখানে ঘটে রোজ রোজ।
যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউবা ফাঁদে
কেন আমি মিছে ভেবে করি শুধু হায় হায়।।
মন্দ ভাল সাদা কালো হয়েছে একাকার
কার পোশাকে কে যে ঘোরে চেনা হল ভার।
চোখে লাগে ধা ধা সব ঘূর্ণীচাকায় বাধা
দেখে শুনে বুঝে নেয়া সে যে বড় দায়।।

Post a Comment

Previous Post Next Post