ও ভাই খাটি সোনার চেয়ে খাঁটি - O Bhai Khati Sonar Cheye Khati



গানঃ ও ভাই খাটি সোনার চেয়ে খাটি

শিল্পীঃ ফেরদৌস আরা

কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম



ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।

এই দেশেরই কাদা জলে,
এই দেশেরই ফুলে-ফলে ।।
তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা ।।
পিয়ে এরই দুধের বাটি।।

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।

এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে,
সভ্য হলো নিখিল ভুবন, দিব্য পরিপাটি।।

এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায়রে গড়াগড়ি ।।
বিশ্বে সবার ঘুম ভাঙা ।।
এই দেশেরই জীয়ন কাঠি।।

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।

Post a Comment

Previous Post Next Post