ও আমার বাংলা মা তোর লিরিক্স - O Amar Bangla Ma Tor Lyrics


গানঃ ও আমার বাংলা মা তোর

শিল্পীঃ ফাহমিদা নবী

অ্যালবামঃ পাওয়া যায় নি

সুরকারঃ আলাউদ্দিন আলী

গীতিকারঃ মোঃ ফখরুদ্দিন



ও আমার বাংলা মা তোর
আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে।।

ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি।
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি।।

বোশেখে তোর রূদ্র ভয়াল
কেতুন উড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম- কাঠালের হাট বসে কী

শ্যমল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে।
শ্রাবনধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে।।

Post a Comment

Previous Post Next Post