নোঙর তোলো তোলো লিরিক্স - Nongor Tolo Tolo Lyrics



গানঃ নোঙর তোল তোল সময় যে হোল হোল

শিল্পীঃ কোরাস

সুরকারঃ সমর দাস

গীতিকারঃ নইম গহর



নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
(হেই ইয়ারে হেই ইয়া হো…)

হাওয়ার বুকে নৌকা এবার
জোয়ারে ভাসিয়ে দাও
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে
বজ্র বাঁধিয়া নাও।।
সম্মুখে এবার দৃষ্টি তোমার
পেছনের কথা ভোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল

দূর দিগন্তে সূর্য রথে
দৃষ্টি রেখেছে স্থির
সবুজ আশার স্বপ্নেরা আজ
নয়নে করেছে ভিড়।
হৃদয়ে তোমার মুক্তি আলো
আলোর দুয়ার খোলো।
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল

Post a Comment

Previous Post Next Post