আমার দেশের মতন এমন দেষ লিরিক্স - Amar Desher Moton Emon Desh Lyrics


গানঃ আমার দেশের মতন এমন দেশ

শিল্পীঃ আব্দুল আলীম

সুরকারঃ আব্দুল লতিফ

গীতিকারঃ আব্দুল লতিফ



আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে রে।।

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে

দোয়েল কোয়েল কুটুম পাখি বন-বাদাড়ে যায় রে ডাকি।
আছে শাপলা-শালুক ঝিলে-বিলে পুকুর ভরা মাছে,পুকুর ভরা মাছে

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে

হাজার তাঁরার মানিক জ্বলে হেথায় মাটির ঘরে
সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে।

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে

বুক জুড়ানো বঁধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি।
আহা সব দুনিয়ার সেরা ও ভাই এদেশ আমার কাছে, এদেশ আমার কাছে

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে।।

Post a Comment

Previous Post Next Post