নদীতে তুফান এলে লিরিক্স - Nodite Tufan Ele Lyrics


গানঃ নদীতে তুফান এলে

শিল্পীঃ জগজিৎ সিং

গীতিকারঃ পুলক ব্যানার্জী



নদীতে তুফান এলে
মন ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায় ।।
ফুলে তে ফাগুন এলে
ফোটে সে আগুন জেলে
ডালে ডালে পাতায় পাতায় ।।
মনেতে ফাগুন এলে
মন জ্বলে যায়
দেখানোর নেই যে উপায় ।।
নদীতে তুফান এলে ………
আকাশে চাঁদনী আসে
আলোতে ভুবন ভাসে
দিকে দিকে সে আলো ছড়ায় ।।
মনে তে চাঁদনী এলে
মন আলো পায়
দেখানোর নেই যে উপায় ।।
নদীতে তুফান এলে ….
দেখানোর নেই যে উপায় ।।

Post a Comment

Previous Post Next Post