এই রাত তোমার আমার লিরিক্স - Ei Raat Tomar Amar Lyrics


এই রাত তোমার আমার

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

কথা ও সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়

ছায়াছবিঃ দীপ জ্বেলে যাই



এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের |
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের |

এই রাত শুধু যে গানের
এই ক্ষণও এ দুটি প্রাণের
কুহু কুজনের |
এই রাত তোমার আমার।।
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের |

তুমি আছো আমি আছি তাই,
অনুভবে তোমারে যে পাই,
শুধু দুজনের |
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের |

এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের |

Post a Comment

Previous Post Next Post