নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া - প্রিয়া আমার প্রিয়া - Nissas Amar Tumi Jane Duniya Lyrics



গানঃ নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া

শিল্পীঃ এস আই টুটুল

কথাঃ কবির বকুল

ছায়াছবিঃ প্রিয়া আমার প্রিয়া



ও... প্রিয়া ও... প্রিয়া
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!
কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি?
যেওনা দূরে, থাক কাছাকাছি।
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
প্রিয়া আমার প্রিয়া।

জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে,
এখন বাঁচাও তুমি ভালবেসে আমাকে।
শূন্য আমার এই ভূবন,
যদি তোমায় না পায় এ মন!
ধ্বংস করব সব কিছু,
ছাড়বো না তোমার পিছু।
যতই দূরে যাও প্রিয়া,
যেন তুমি নাও প্রিয়া।
ওওহওওহহওও
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!

তোমার অপেক্ষাতে রব আমি দাঁড়িয়ে,
প্রাণের প্রিয়া তুমি যেওনাত হরিয়ে।
স্বপ্ন তুমি দেখালে,
বাঁচতে আমায় শেখালে।
জ্বলছে আগুন এই মনে,
আঁধার দেখি নয়নে!
তোমায় ছাড়া ও প্রিয়া,
দিশেহারা ও প্রিয়া!
ওওহওওহহওও
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!

নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া!
কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি?
যেওনা দূরে, থাক কাছাকাছি।
তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া!
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া।
নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া
প্রিয়া আমার প্রিয়া।
প্রিয়া আমার প্রিয়া।

Post a Comment

Previous Post Next Post