গানঃ দুই নয়নে দেখে তোমায়
শিল্পীঃ মনির খান ও কনক চাঁপা
সুরঃ আলাউদ্দীন আলী
ছায়াছবিঃ লাল দরিয়া
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।
দুই নয়নে দেখে তোমায়
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।
অনেক বাধা অনেক ব্যথায়
হৃদয় হলে ক্ষয় ,,,
অনেক দিনের সাধনাতে ভালবাসা হয়।
অনেক বাধা অনেক ব্যথায়
হৃদয় হলে ক্ষয় ,,,
অনেক দিনের সাধনাতে ভালবাসা হয়।
একজনমে পাওয়ার আশা হয়না তো পূরন।
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।
হাজার সুখে হাজার দুঃখে
তোমায় শুধু চাই
তোমার বুকে মরন এলেও কোন ক্ষতি নাই,
হাজার সুখে হাজার দুঃখে
তোমায় শুধু চাই
তোমার বুকে মরন এলেও কোন ক্ষতি নাই!!
প্রাণের মাঝে প্রাণযে
তুমি , তুমি প্রিয়জন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।
দুই নয়নে দেখে তোমায়
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।
দুই নয়নে দেখে তোমায়
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।