গানঃ না জানি কোন অপরাধে
শিল্পীঃ মমতাজ
কথাঃ সেজুল হোসেন
সুরঃ বাপ্পা মজুমদার
ছায়াছবিঃ সত্ত্বা
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।
সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না।
কত সুখে আছি বেঁচে, খবর নিলা না।
বিধি, খবর নিলা না।
আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।
মায়া ঘেরা ভবের মাঝে, আমায় কইরা বন্দী।
জানি না কি করছো উদ্দেশ, কি বা করছো ফন্দী।
কি বা করছো ফন্দী।
আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।
না জানি কোন অপরাধে দিলা এমন জীবন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।