না জানি কোন অপরাধে লিরিক্স - Na Jani Kon Oporadhe Lyrics



গানঃ না জানি কোন অপরাধে

শিল্পীঃ মমতাজ

কথাঃ সেজুল হোসেন

সুরঃ বাপ্পা মজুমদার

ছায়াছবিঃ সত্ত্বা


না জানি কোন অপরাধে দিলা এমন জীবন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।

সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না।
কত সুখে আছি বেঁচে, খবর নিলা না।
বিধি, খবর নিলা না।
আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।

মায়া ঘেরা ভবের মাঝে, আমায় কইরা বন্দী।
জানি না কি করছো উদ্দেশ, কি বা করছো ফন্দী।
কি বা করছো ফন্দী।
আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।

না জানি কোন অপরাধে দিলা এমন জীবন।
আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন।

Responsive Ad

Post a Comment

Previous Post Next Post