জিন্দা পীর মসজিদ - বাগেরহাট - Jinda Pir Mosque - Bagerhat

 

জিন্দা পীর মসজিদ

ঐতিহাসিক বাগেরহাট জেলা মসজিদের শহর হিসেবে পরিচিত। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলিম স্থাপত্যের নানা নিদর্শন। প্রাচীনকাল হতে ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা এইসব স্থাপনার একটি জিন্দা পীর মসজিদ। সাধারণত এসব প্রাচীন স্থাপনার সাথে জড়িয়ে থাকে আধ্যাত্মিক বা বিভিন্ন কিংবদন্তি গল্প গাঁথা। এই জিন্দা পীর মসজিদের সাথেও জড়িত আছে এমন কিছু গল্প। যেগুলোর বিশ্বাস যোগ্য কোন প্রমাণ না থাকলেও লোক মুখে এসব গল্প বছরের পর বছর আজও প্রচলিত।
শোনা যায়, এই মসজিদটি নির্মিত হয় একজন বুজুর্গ ব্যক্তির হাত ধরে। কোন একসময় কুরআন তিলাওয়াত করতে করতে তিনি অদৃশ্য হয়ে যান। এবং এই সূত্রে ধারণা করা হয় তিনি আজও জীবিত আছেন এবং তার সূত্র ধরেই এই মসজিদের নাম জিন্দা পীর মসজিদ।
মধ্যযুগীয় এই স্থাপত্য নিদর্শনটি বাগেরহাট জেলার সুন্দরঘোনা গ্রামে জিন্দাপীর মাজার কমপ্লেক্সের উত্তর পশ্চিম কোনায় অবস্থিত। মসজিদটি বর্গাকার ভূমি পরিকল্পনায় (৬* ৬) মিটার নির্মিত এটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের দেয়ালগুলো গড়ে ১ দশমিক ৫২ মিটার পুরু। পূর্ব বাহুতে ৩টি, উত্তর ও দক্ষিণ বাহুতে একটি করে খিলান দরজা আছে। সামনের বাহুতে আছে তিনটি মেহরাব।

নির্মাণশৈলী

এছাড়া মসজিদের চারপাশের চারটি গোলাকার বুরুজ রয়েছে। মসজিদের ভাঙা অবস্থায় থাকা ছাদের অর্ধগোলাকার গম্বুজটি ২০০২ সালে সংস্কার করা হয়। সংস্কার কার্যক্রম কারণে এর নির্মাণ-কালীন সৌন্দর্য ঠিক এক রকম থাকে না। ২০০২ সালে এটিকে প্রত্নতাত্ত্বিক সংস্কারের মাধ্যমে পূর্ণ অবয়ব প্রদান করা হয়েছে।

কিভাবে যাওয়া যায়

বাগেরহাট জেলা বাস স্ট্যান্ড থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি, ইজিবাইক/ অটোরিক্সা যোগে জিন্দা পীর মসজিদে যাওয়া যায়। ষাট গম্বুজ মসজিদের নিকটেই এর অবস্থান।

 

ফটোগ্যালারী

Post a Comment

Previous Post Next Post