এত ভেবে কী হবে লিরিক্স - Eto Vebe Ki Hobe Lyrics



গানঃ ভালবাসি

শিল্পীঃ তপু ও মৌরি

কথা ও সুরঃ তপু

অ্যালবামঃ সে কে



এত ভেবে কি হবে? ভেবে কে করেছে কি কবে?
ভাবছিনা আর যা হবে হবার।
এতদিন পারিনি জানো তো আমি এমনই
বলতে চাই আজ এখনই, বলে দেই
ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালবাসি

চুপ করে থেকো না, কিছু তো বল হ্যাঁ অথবা না।
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে কিছু বলো না।
তুমি ভেবো না ভাঙবে না বন্ধুত্বটা
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে কিছু বলো না।
ভালবাসি (তোমাকে)
ভালবাসি (তোমাকে)
ভালবাসি (তোমাকে)

এত ভেবে কি হবে? ভেবে কে করেছে কি কবে?
ভাবছিনা আর যা হবে হবার।
এতদিন পারিনি জানো তো আমি এমনই
বলতে চাই আজ এখনই, বলে দেই
ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালবাসি
ভালবাসি (এ টুকু শুধু বলার),
ভালবাসি (তুমি শুনে নাও আবার),
ভালবাসি (ফিরিয়ে দিও না),
ভালবাসি…

Post a Comment

Previous Post Next Post